নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষাকেন্দ্রে জ্যামার বসাতে হবে: ভারতের ইউজিসি

SHARE

পরীক্ষায় নকলসহ যেকোনো ধরনের অসদুপায় ঠেকাতে কঠোর হলো ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ইউজিসির পক্ষ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, পরীক্ষাকেন্দ্রে সরকারি নীতি মেনে জ্যামার বসাতে হবে।

রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইসের মাধ্যমে অন্যায়ভাবে পরীক্ষায় নকল বা প্রশ্ন ফাঁস রোধ করার জন্য ভারত সরকার ২০১৬ সালে পরীক্ষার হলে স্বল্পশক্তির জ্যামার বসানোর জন্য পরীক্ষার সংস্থাগুলিকে অনুমোদন দিয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং কলেজের অধ্যক্ষদের একটি চিঠিতে ইউজিসি জানিয়েছে, ‘‌আপনাদের অবশ্যই বিশ্ববিদ্যালয় বা কলেজের জ্যামার বসানোর বিষয়ে সরকারের নীতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে।’‌

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠিতে বলা হয়েছে, ‘‌জ্যামার স্থাপনায় সরকারের জ্যামার বিষয়ক নীতি অনুযায়ী সচিবের (নিরাপত্তা) পূর্ব অনুমতির প্রয়োজন হবে।’‌ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল) এবং ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (বিইএল), উভয় সরকারি প্রতিষ্ঠানই স্বল্প শক্তির জ্যামার ভাড়া দিয়ে থাকে।