জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বহিষ্কার করলেন ট্রাম্প

SHARE

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করেছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় এই বরখাস্তের ঘোষণা দেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হোয়াইট হাউজ থেকে বহিষ্কার করেছেন ‍ট্রাম্প। আগামী সপ্তাহে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

টুইটা বর্তায় ট্রাম্প লেখেন, আমি গত রাতে জন বোল্টনকে জানিয়ে দিয়েছি যে, হোয়াইট হাউসে তার আর কোনো কাজ নেই। তার অনেক প্রস্তাবের সঙ্গে আমার মতপার্থক্য রয়েছে।

২০১৮ সালের এপ্রিল থেকে বোল্টন ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তার আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইকেল ফ্লিন এবং এইচআর ম্যাকমাস্টার।