পোপ পলকে গুলির অভিযোগ অস্বীকার ইরানের

SHARE

পোপ জন পল-২ কে গুলির ঘটনায় ধর্মীয় নেতা আয়াতউল্লাহ রুহুল্লা খোমেনীর জড়িত থাকার কথা প্রত্যাখান করেছে ইরান। এ সপ্তাহের শুরুতে সার্বিয়ান টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তুর্কি বন্দুকধারী মেহমেত আলী আগকা বলেন, “আয়াত উল্লাহ খোমেনি আমাকে পোপকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।”image_111599_0

মেহমেত বলেন, “আমি আমার বইয়ে উল্লেখ করেছি, আমাকে বেহশতে যাবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে।” পোপ যখন কারাগারে মেহমেতকে দেখতে যান তখন তিনি ইরানের সম্পৃক্ততার কথা জানান।

বেলগ্রেডের ইরান দূতাবাস এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলে, “ইমাম খোমেনি আধ্যাত্মিক নেতা। তিনি সব ধর্মের মানুষদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতেন।”

ভ্যাটিকানও মেহমেত এর করা অভিযোগ প্রত্যাখান করেছে।১৯৮১ সালে সেন্ট পিটাসবার্গে পোপ জন পলকে গুলিতে আহত করে মেহমেত। পরে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।–আল-আরাবিয়া।