বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে সাকিবের চুক্তি

SHARE

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। বিগ ব্যাশের দ্বিতীয় লেগে রেনেগেডসের হয়ে খেলবেন সাকিব।image_111450_0

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের বদলি হিসেবে খেলবেন ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার। ক্যারিবিয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের দলে থাকার কারনে বিগ ব্যাশের দ্বিতীয়ার্ধে খেলতে পারছেন না রাসেল।

গত মৌসুমে এডিলেড স্টাকার্সের হয়ে খেলেছেন সাকিব।

‘আচরণগত সমস্যার’ কারণে চলতি বছরের প্রথম দিকে বিদেশী লীগে সাকিবকে নিষিদ্ধ করেছিল বিসিবি। তবে দুই সপ্তাহ আগে বিসিবি সে নিষেধাজ্ঞা তুলে নিলে রেনেগেডস দ্রুতই তাকে দলে ভেড়ায়।

রেনেগেডস কোচ সিমন হেলমট বলেন, আগামী বছরের প্রথম দিকের ম্যাচগুলোতে সাকিবকে দলে পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

বুধবার হেলমট বলেন, ‘জানুয়ারির জন্য আমাদের দলে সাকিবকে খুব প্রয়োজন এবং আমরা তাকে মাঠে পাওয়ার অপেক্ষায় আছি।

তিনি আরো বলেন, ‘ব্যাট-বল উভয় বিভাগেই দলের জন্য অবদান রাখতে পারবে আমরা এমন একজন অলরাউন্ডারকে খুঁজছিলাম। তিনি অত্যন্ত মেধাবী, চাপের মধ্যেও ঠাণ্ডা মস্তিষ্কের।’

আগামী ৭ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে সাকিবের প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা আছে।

রেনেগেডসের পরবর্তী ম্যাচ রয়েছে ২৬ ডিসেম্বর পার্থ স্কোরচার্সের বিপক্ষে।

বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৩৫টি টি-২০ ম্যাচে ব্যাট হাতে ৭৫২ রান এবং ৪৪ উইকেট শিকার করেছেন সাকিব। সূত্র: ওয়েবসাইট