আস্থা ভোটে হেরে কর্নাটকের নিয়ন্ত্রণ হারাল কংগ্রেস

SHARE

ভারতের কর্নাটকে অবশেষে আস্থা ভোট নিয়ে টানাপোড়েন শেষ হলো। আস্থা ভোটে হেরে গেছে কংগ্রেস-জেডি শিবির। এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে এইচ ডি কুমারস্বামীকে।

জানা গেছে, ৯৯-১০৫ ভোটে হেরে গেছে জোট সরকার। কর্নাটকে দু’শ নয় আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ছিল একশ তিন আসন। বিজেপির কাছে একশ পাঁচজন বিধায়ক ছিল। স্বাভাবিক নিয়মেই জিতে যায় গেরুয়া শিবির।

রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন কুমারস্বামী। ভোটে জিতে বিজেপির ইয়েদুরাপ্পা জানান, রাজ্যের মানুষ কুমারস্বামীর সরকারকে চাইছিল না। এটা গণতন্ত্রের জয়।