কংগ্রেস প্রধানের দায়িত্ব ছাড়তে অনড় রাহুল

SHARE

ভারতীয় কংগ্রেসের দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন রাহুল গান্ধি। লোকসভা নির্বাচনে ভরাডুবির দায়িত্ব নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার দলীয় সাংসদদের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তিনি। কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠকে আবারও নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন রাহুল।

গত মাসে ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই কংগ্রেস প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন রাহুল। গত এক মাসে কংগ্রেসের বিভিন্ন মহল থেকে তাঁকে সিদ্ধান্ত পুর্নবিবেচনার অনুরোধ করা হলেও এখনও পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি।

জানা গেছে, বুধবার কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠকে শশী থারুর, মনীষ তিওয়ারি সহ কয়েকজন সাংসদ রাহুলকে তাঁর পদে থেকে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু সিদ্ধান্তে বদল হবে না বলে ফের জানিয়ে দেন রাহুল গান্ধি।

এদিকে যুব কংগ্রেসের শতাধিক সদস্য রাহুল গান্ধির পদত্যাগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাহুল গান্ধির বাসভবনের বাইরে স্লোগান দেন তারা।