বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধ ও তিন বলে দুই রানের দুঃখগাথা

SHARE

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে লন্ডনে শুরু হতে যাচ্ছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’র ফেসবুক পেজে বিশ্বকাপের দশটি টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সংবাদমাধ্যমটির কর্তৃপক্ষ। আর তারই অংশ হিসেবে তাদের ফেসবুক পেজে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের একটি ছবি দিয়ে পোস্ট করেন তারা।

ওই ছবিটি পোস্ট করার পর থেকেই শুরু হয় কমেন্ট যুদ্ধ। দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা কমেন্ট বক্সে হামলে পড়েন। একে অপরকে আক্রমণ করতে থাকেন কমেন্ট বক্সে। বাকী রাখেননি পুরনো কাসুন্দি ঘাটতেও।

এই সময়ের ফেসবুক পেজে করা ওই পোস্টে অরিন্দম ব্যানার্জি নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘যা আগে তিন বলে দুই রান করে আয়।’

এদিকে থেমে নেই বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা। ওই পোস্টে এইচ এ তুহিন নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘ভারতের সাথে বাংলাদেশ (আমরা) অবশ্যই জিতবো যদি ওরা শুধু চুরি করে না খেলে….।’

এ সময় তার যুক্তিকে আরো ধারালো করতে এইচ এ তুহিন লেখেন, ‘কে জানত, ক্রোয়েশিয়া নামক দলটি ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলবে, পরে দেখি, ব্রাজিল নামক দলটির সাথে কম্পেটিশন হচ্ছে, যারা নাকি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন..।’

মো. রোকুনুজ্জামান সেতু নামের এক ব্যবহারকারী লেখেন, এবারের বাংলাদেশ টিম গতবারের তুলনায় পরিপক্ক। গতবার কোয়ার্টার খেলেছি, এবার সেমিফাইনাল খেলবো। শ্রীলংকা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজয়ের সাথে আমরা নিশ্চিত জিতবো।’

উল্লেখ্য, ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলেও শেষ তিন বলের বিপর্যয়ে এক রানে হারতে হয়েছিলো বাংলাদেশকে। যে হারে গোটা দেশ অতলান্ত বিষাদে ডুবে যাওয়ার পাশাপাশি টি ২০ বিশ্বকাপ থেকে মাশরাফিদের বিদায়ও নিশ্চিত হয়ে যায়।