বড় ধরনের বন্যার হুমকির সম্মুখীন পাকিস্তান

SHARE

পাকিস্তানে অতি বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই সে দেশের ২৫টি জেলা প্লাবিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব প্রদেশের ১৪টি জেলা এবং খায়বার পাখতুংখার অন্তত ১১টি জেলা প্লাবিত হয়েছে।

পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান আহমেদ কামাল বলেছেন, বৃষ্টির কারণে ইতোমধ্যেই বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। বর্ষা মৌসমে আরো বড় ধরনের বন্যার কবলে পড়তে পারে পাকিস্তান।

তিনি আরো বলেন, ২০১০ সালের বন্যায় ১০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বন্যার কারণে আরো অন্তত ৯ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে পানি উন্নয়ন বোর্ড কোনো শিক্ষা নেয়নি। এছাড়া বন্যার ব্যাপারে সতর্ক দৃষ্টি দেয়নি যথাযথ কর্তৃপক্ষ। এমনকি গত দু’বছরে পানি উন্নয়ন বোর্ডের প্রধান হিসেবে কাউকে স্থায়ীভাবে নিয়োগই দেওয়া হয়নি।

তবে বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবিলার ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে সেগুলো সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করবে।