আকাশে এখন সুপার মুন

SHARE

মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে এসেছে চাঁদ। তাই সুপারমুনের দেখা মিলছে আজ রাতে। পৃথিবী থেকে চাঁদকে আজ রাতে সবচেয়ে বেশি আলোকিত দেখা যাচ্ছে। ২০২৬ সালের আগে আর এমন ঘটনা ঘটবে না।

আমেরিকা থেকে মঙ্গলবার ভোরের একটু আগে এবং ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে সূর্যাস্তের পর সুপারমুন দেখা যাচ্ছে।

আজ সুপারমুন দেখতে ব্যর্থ হলে আগামী সাত বছরের আগে আর দেখতে পারবেন না।

২০১৯ সালে মোট তিনবার সুপারমুনের দেখা মিলবে। আজ দ্বিতীয়বারের মত দেখা যাচ্ছে।

এর আগে, জানুয়ারিতে যে সুপারমুন দেখা গিয়েছিল, সেটা বাংলাদেশ থেকে দেখা না গেলেও আজকের সুপারমুন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকেও।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট থেকে দেখা যাচ্ছে সুপারমুন। স্বাভাবিকের চেয়ে ১৪ দশমিক ১ ভাগের বেশি উজ্জ্বল দেখাচ্ছে আজকের চাঁদ।

১৯৭৯ সালে জ্যোতির্বেত্তা রিচার্ড নোলে প্রথমবারের মতো সুপার মুনের কথা বলেন। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসা চাঁদকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলে সংজ্ঞায়িত করা হয়।