“ভালোবাসার কাঙ্গাল আমি”। সত্যি কথা বলতে, সব মানুষই কিন্তু ভালোবাসার কাঙ্গাল। সবাই চায়, কেউ একজন তাকে খুব বেশি বুঝতে পারুক ।তার জীবনকে রঙে রঙে সাজিয়ে দিক। মানুষটি তার জন্য পাগল থাকুক। তাকে নিয়ে সারাবেলা ভাবুক। জীবনের সব চাওয়া-পাওয়া পূরণ করে দিক। ভালোবাসার মানুষকে কাছে পাওয়া হলে সব পাওয়া হয়ে যায়। ভালোবাসার মানুষকে পেলে জীবন ধন্য হয়ে যায় ।
জীবনে চলার পথে ভালোবাসার মানুষের কাঙ্গাল সব মানুষই। ভালোবাসার মানুষকে পেলে মন পাগলপারা হয়ে ওঠে। এমন একজন মানুষের জন্য মন সবসময় উতলা হয়ে থাকে। এমন একজন ভালোবাসার মানুষকে সবারই কামনা থাকে। ভালোবাসার মানুষটির মুখটি দেখলে সবারই মন আনন্দে নেচে উঠে । আমার আজকের কবিতা সেই ভালোবাসার মানুষকে নিয়েই । তাই এই কবিতার নামকরন করা হয়েছে “ভালোবাসার কাঙ্গাল আমি”।
“ভালোবাসার কাঙ্গাল আমি”
আমি বড্ড বেশি কাঙ্গাল
শুধুই যে ভালোবাসি তোমায়।
ভালোবাসা চাই চিরদিন আমি
আমার হয়ে থাকবে শুধু তুমি।
জীবনে কখনও এমন করে
চায়নি কেউ এই আমাকে।
তুমি এসে এই জীবনটাকে
সাজালে অনেক রঙ বাহারে।
তোমাকে নিয়ে সারাবেলা
ভেবে ভেবে পাগলপারা
এসে যখন দাড়াও হেসে
মনটা আমার হারায় শেষে।
জীবনের সব চাওয়া-পাওয়া
পূরণ হলো তোমাকে পেয়ে
হাত দুটো মোর ধরে রেখো
জীবনের ওই সন্ধিক্ষণে ।
মনে নেই আজ দ্বিধা-দ্বন্দ্ব
তোমাকে পেয়ে হলো সবই পূর্ণ ।
পূর্ণতাকে নিয়ে শূন্যতাকে আজ
জানাই বিদায় চিরতরে ।
তোমায় পেয়ে আজ মনে হয়
ধন্য হলো জীবন আমার ।
তোমার নামে গাঁথবো মালা
আমি দিন রাত সারাবেলা ।
আনন্দের নেই কোন শেষ
জীবনে আজ সুখের আবেশ ।
তোমায় পেয়ে ধন্য আমি
পূর্ণ আমার সকল চাওয়া ।
**লেখেক- ভালোবাসার কাঙ্গাল- বাহার উদ্দিন (মিশন)**