একজন সফল ফুলচাষী মাগুরার নুরুল আলম খান

SHARE

মাগুরা প্রতিনিধি মোঃ ফেরদৌস রেজা: সেই ৮০র দশকের কথা, আওয়ামীলীগের তখন ক্রান্তিকাল, নুরুল আলম খান ছিলেন মাগুরা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী | মিছিল মিটিং করাটা ছাত্রলীগের জন্য তখন বেশ দুরূহ কাজ ছিল, সেই প্রতিকূল পরিবেশে যে কয়েকজন আওয়ামীলীগের মিছিল মিটিং করতো মাগুরার নুরুল আলম খান ছিলেন তাদের একজন | একদিন মিছিল করতে যেয়ে এরশাদের জাতীয় পার্টির কর্মীদের হাতে প্রচন্ড মার খেয়ে ও পারিবারিক চাপে মাগুরা ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমান | সিঙ্গাপুরে পড়াশুনা শেষ করে , দেশের একটি সুনামধন্য ব্যাংকে দীর্ঘদিন চাকরি করে এখন অবসর গ্রহণ করেছেন | সাবেক এই ব্যাঙ্ক কর্মকর্তা নুরুল আলম খানের হাতে এখন অনেক সময়, ঢাকা শহরের যান্ত্রিক জীবন মোটেও ভালো লাগে না, মাগুরার বেলনগরের ছায়া সুনিবিড় গ্রাম তাকে হাত ছানি দিয়ে ডাকে | বেলনগরের নিজের ও পারিবারিক মোট ১০ একর জমিতে বিদেশি ফুলের চাষ করছেন | মূলত তিনি জারবারা ও গ্লাডিওলাস জাতীয় ফুলের চাষ করেন, গ্রীনহাউজে চাষ করা এই ফুলগুলো তিনি ঢাকা শহরে বিক্রি করেন | আগে এই ফুলগুলো থাইল্যান্ড ও চায়না থেকে বাংলাদেশে আমদানি করা হতো, এখন তার এই খামার থেকে প্রতিদিন ২০০০ থেকে ৩০০০টি ফুল তিনি উৎপাদিত হয় , যার বর্তমান পাইকারি বাজার মূল্য ১০০০০ টাকা থেকে ১৫০০০ টাকা | তিনি শুধু ফুলই বিক্রি করেন না, পাশাপাশি ফুলের চারাও বিক্রি করেন , চাহিদার কথা মাথায় রেখে নুরুল আলম খান তার এই ফুলের চাষকে প্রতিনিয়ত সম্প্রসারণ করে চলেছেন | বর্তমানে তার খামারে ১০ জন নারী পুরুষ কাজ করছেন | নুরুল আলম খান বলেন ” এই ফুলের চাষ শুরু করাটা একটু ব্যায়বহুল হলেও লাভটা ভালোই, সরকার ও কৃষি কর্মকর্তারা যদি একটু সদয় নজর দেন তাহলে খাতটি হতে পারে একটি সম্ভাবনাময় খাত” |