বিশ্বকাপে ভারতের ‘এক’ মাত্র

SHARE

মঙ্গলবার ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের ম্যাচ অফিসিয়াল ঘোষণা করল আইসিসি। এর মধ্যে পাঁচজন ম্যাচ রেফারি৷ এলিট প্যানেল থেকে নেওয়া হয়েছে ১২ জন আম্পায়ার, অপর ৮ আম্পায়ার নির্বাচন করা হয়েছে ইন্টারন্যাশনাল প্যানেল থেকে। ২৫ জনের মধ্যে অস্ট্রেলিয়ার ছয়, ইংল্যান্ডের image_108819_0ছয়, শ্রীলঙ্কার পাঁচ, নিউজিল্যান্ডের তিন, দক্ষিণ আফ্রিকার দুই এবং ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ভারতের একজন করে আম্পায়ার জায়গা পেয়েছেন। ভারতের ভাগ্যে মাত্র একজন! ভারতের হয়ে ম্যাচ অফিসিয়াল হিসেবে প্রতিনিধিত্ব করবেন এস রবি৷বাংলাদেশের কেউ নেই।

ভারতের মতো দেশ থেকে মাত্র একজনকে নেয়ার অর্থ কি দেশটির আম্পায়াররা পক্ষপাতদুষ্ট- এমন প্রশ্ন ওঠেছে।

ডেভিড বুন, রোশন মহানামা, কুমার ধর্মসেনা, পল রাইফেল ম্যাচ অফিসিয়াল৷ ম্যাচ অফিসিয়াল হলেও এই চারজনের দায়িত্ব কিন্তু এক নয়। ১৯৮৭ বিশ্বকাপ ফাইনাল–সেরা বুন এবং ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান ব্যাটসম্যান মহানামা দায়িত্ব পালন করবেন ম্যাচ রেফারি হিসেবে। ’৯৬ বিশ্বকাপজয়ী আরেক শ্রীলঙ্কান অলরাউন্ডার ধর্মসেনা এবং ১৯৯৯ বিশ্বকাপজয়ী রাইফেল থাকবেন আম্পায়ার হিসেবে।– ওয়েবসাইট।