অঘোষিত ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

SHARE

প্রথমটিতে অস্ট্রেলিয়া ও পরেরটিতে ভারত জয় পাওয়ায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচের বিজয়ী দল জিতে নিবে ওয়ানডে সিরিজ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।

টেস্ট সিেিজ নাস্তানুবুদ হলেও, জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। ব্যাটসম্যান-বোলারদের নৈপুন্যে ৩৪ রানে প্রথম ওয়ানডে জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে হারতে হয়। ২৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরি এবং মহেন্দ্র সিং ধোনির অপরাজিত হাফ সেঞ্চুরিতে ম্যাচ জিতে নেয় ভারত। কোহলি ১০৪ এবং ধোনি ৫৪ বলে ৫৫* রানের ইনিংস খেলেন। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে ভারত।

এবার সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শন মার্শ বলেন, ‘সিরিজের শেষ ম্যাচে আমাদের সামনে সহজ সমীকরণ। সিরিজ জিততে হলে ম্যাচ জিততেই হবে। তাই আমরা জানি, কিভাবে-কি করতে হবে। ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করবো।এ ম্যাচের জয়ের ব্যাপারে দলের সবাই অনেক বেশি।’

একইভাবে এখন সিরিজ জয়ই প্রধান লক্ষ্য জানিয়ে ভারতের ওপেনার শিখর ধাওয়ান বলেন, ‘টেস্ট সিরিজে দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওয়ানডেতে আমরা ভালো করছি। সিরিজে পিছিয়ে পড়েও ঘুড়ে দাঁড়িয়েছি। তাই আমাদের সামর্থ্য নিয়ে কোন চিন্তা নেই। আমরা যেকোন পরিস্থিতিতে ভালো খেলতে পারি। মেলবোর্নেও আমরা নিজেদের সেরাটা উজার করে দেব। কারণ আমাদের লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়।’

দুটি পরিবর্তন নিয়ে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে অস্ট্রেলিয়া। পেসার জেসন বেহরেনডর্ফ ও স্পিনার নাথান লিঁওকে বাইরে চলে গেছেন চোটের জন্য। তাদের জায়গায় এসেছেন বিলি স্টানলেক এবং এডাম জাম্পা।