ইরানের প্রেস টিভির নারী সাংবাদিক যুক্তরাষ্ট্রে আটক

SHARE

ইরানের ইংরেজী ভাষার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক নারী সাংবাদিককে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এই সাংবাদিকের নাম মার্জিয়া হাশেমি। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস টিভি জানিয়েছে, রবিবার সেন্ট লুইসের ল্যামবার্ট ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে মার্জিয়াকে আটক করা হয়েছে। এরপর তাকে ওয়াশিংটন ডিসি কারাগারে পাঠানো হয়।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেষ্টিগেশন (এফবিআই)-এর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

প্রেস টিভি বলছে, মার্জিয়া হাশেমি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। প্রথমে তার নাম ছিল ম্যালানি ফ্রাংকলিন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন।