নিষেধাজ্ঞা প্রত্যাহারে উত্তর কোরিয়ার কার্যকর পদক্ষেপ চান মুন

SHARE

দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখায় প্রচণ্ড চাপের মুখে আছে দেশটি। তবে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র নিরস্ত্রীকরণে জোর দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

বৃহস্পতিবার মুন বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করতে নিরস্ত্রীকরণ বিষয়ে পিয়ংইয়ংয়ের আরো জোরালো ও কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

মুন আরো বলেন, উত্তর কোরিয়ার অব্যাহত নিরস্ত্রীকরণ প্রচেষ্টা সহজতর করতে একটি ‘শান্তিপূর্ণ রাষ্ট্র’ গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সম্মতির এবং ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘোষণার মতো অনুরূপ বিভিন্ন পদক্ষেপের বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে।

সিউলের ব্লু হাউজে সাংবাদিকদের মুন বলেন, ‘ট্রাম্প, শি জিনপিং, পুতিন ও আমাকেসহ বিদেশি অনেক নেতাকে কিম আশ্বাস দিয়েছেন যে এক্ষেত্রে পোষণ করা তার ধারণা আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি থেকে আলাদা কিছু নয়। তবে এ বিষয়ে আমার সংশয় রয়েছে।’