ইয়েমেনে হুতিদের ড্রোন হামলায় ৬ সরকারি সেনা নিহত

SHARE

ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ৬ সেনা নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশে আল-আনাদ এলাকার ওই ঘাঁটিতে সামরিক প্যারেড চলার সময় ড্রোন হামলা চালানো হয়।

এ হামলার ঘটনায় ইয়েমেনে সদ্য শুরু হওয়া জাতিসংঘের শান্তি প্রচেষ্টা ফের স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উচ্চ-পর্যায়ের সামরিক ও সরকারি কর্মকর্তারা প্যারেড পরিদর্শনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতদের মধ্যে রয়েছেন সামরিক বাহিনীর উপ-প্রধান কর্মকর্তা জেনারেল সালেহ আল-জিন্দানি এবং লাজ প্রদেশের গভর্নর আহমেদ আল-তুর্কি।

ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত একটি টিভি চ্যানেল।