পশ্চিম তীরে ইসরাইলি বাসচাপায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় অপর দুই ফিলিস্তিনি আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বারাতা গ্রামে ইসরাইলি সেনা চেক পয়েন্টে এ ঘটনা ঘটে।
বাসচাপায় আহত ফিলিস্তিনির নাম নূর হাসান সালেম (২১)। বাসচাপায় আহত সালেমের চাচাতো ভাই ও বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত শাহের বালালেম জানান, “বাসটি চাপা দেবার আগে বারাতা গ্রামের সড়ক দিয়ে আমরা হাঁটছিলাম। বাসটি সরাসরি আমাদের ওপর তুলে দেয়া হয়।”
ঠিক কি কারণে এ বাস হামলাটি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ২০০৩ সালে আলাদা দেয়াল বানানোর পর থেকেই পশ্চিম তীরের পূর্বাংশের বারাতা গ্রামটি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। এখানাকার স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ বিচ্ছিন্ন দেয়াল তৈরির পর থেকে ইসরাইলি সেনা ও ইহুদিদের হামলার ঘটনা ঘটছে।
এ বছরের জুন মাসে পশ্চিম তীরে তিন ইহুদি কিশোর অপহরণের ঘটনার পর থেকেই পশ্চিম তীর ও জেরুজালেমে উত্তেজনা বিরাজ করছে। –আল-জাজিরা।