বাংলাদেশীকে পিটিয়ে আহত করেছে বিএসএফ

SHARE

bsf28চুয়াডাঙ্গার দামুড়হুদার নাস্তিপুর সীমান্তে রিজা (৩২) নামের এক বাংলাদেশী কৃষককে ধরে পিটিয়ে গুরুতর আহত করেছে বিএসএফ। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

রিজা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের নাস্তিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, বুধবার দুপুরে সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ওপারে বাংলাদেশের জমিতে গম ক্ষেতে সেঁচ দিচ্ছিল বাংলাদেশের নাস্তিপুর গ্রামের কৃষক রিজা, আনারুল, হযরত ও বক্কর।

এ সময় ভারতের নদীয়া জেলার বিজয়পুর ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পর পর তিনটি সাউন্ড গ্রেনেট (হাত বোমা) নিক্ষেপ করে। এতে আতঙ্কিত হয়ে বাংলাদেশী কৃষকরা সকলেই দৌড়ে পালিয়ে আসলেও রিজাকে ধরে নিয়ে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে বিএসএফ। এক পর্যায়ে রিজা জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফেলে রেখে যায় বিএসএফ।

এদিকে অন্যান্য কৃষকরা গ্রামে এসে বিষয়টি জানালে গ্রামবাসী ও রিজার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়। এরপর দর্শনা মডার্ন ক্লিনিকে ভর্তি করেছে।

এ ঘটনার পর বাংলাদেশী কোন কৃষক সীমান্ত সংলগ্ন মাঠে তাদের ফসলের ক্ষেতে যেতে সাহস পাচ্ছেনা।

এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিনের পরিচালক লে.কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, বিএসএফ’র এ আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার পর সীমান্তে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। পতাকা বৈঠকে এ ঘনার কড়া প্রতিবাদ জানানো হবে।

এ ছাড়াও ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিকভাবে বিএসএফকে ফোন করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি জানান।