নির্বাচন বানচালে বিএনপির চেষ্টা সফল হবে না: প্রধানমন্ত্রী

SHARE

নির্বাচন বানচালের চেষ্টা করে বিএনপি সফল হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যখন উৎসব মুখর হয়, বিএনপির তখন বিএনপির খারাপ লাগে।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির মনোনয়ন বোর্ডের সভার শুরুতে তিনি এ কথা বলেন।

যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ রুখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি কেবল পুলিশকে মারে। ২০১৪ সালেও তারা এভাবে পুলিশের ওপর হামলা করেছে। জনগণের প্রতি আমার আহ্বান থাকবে, যে কোনো ধরনের অগ্নিসন্ত্রাস রুখে দেবেন।

‘‘বিএনপির প্রতি অনুরোধ নির্বাচন নিয়ে তারা যেন ষড়যন্ত্র না করে। ষড়যন্ত্র করেও পার পাবে না, কারণ জনগণ আমাদের সাথে আছে।’’

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া শেষ হওয়ার পর আজই প্রথম বৈঠকে বসে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে ৩০০ আসনে চার হাজার ২৩ জন মনোনয়ন ফরম তুলেছেন।