প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালানি খাতের উন্নয়নে পারস্পারিক সহযোগিতা দরকার। সার্ক অঞ্চলের বাণিজ্য বাড়াতে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করতে হবে।
বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া দু’দিনের সার্ক শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা সার্কভুক্ত দেশের উন্নয়নের স্বার্থে পারস্পরিক মতভিন্নতা দূর করে এ অঞ্চলের জনগণের জন্য কাজ করতে সার্ক নেতাদের প্রতি আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের মূল পর্ব শুরু হয়।