সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী দেশে এসে এখন সরকারের রিমোট কন্ট্রোলে রয়েছেন বলে দাবি করেছেন সম্মিলিত কওমি মাদরাসার নেতারা।
দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজারের সামনে বিক্ষোভ পূর্ব সমাবেশে তারা এ দাবি করেন।
সম্মিলিত কওমি মাদরাসার ব্যানারে রংপুরের সকল কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী মঙ্গলবার দুপুর ১২টায় সিটি বাজারের সামনে মিলিত হয়ে সমাবেশ করেন।
এ সময় তারা আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। সেই সঙ্গে তার মৃত্যুদণ্ডেরও দাবি জানান।
এদিকে তাদের দেওয়া আলটিমেটামের মধ্যেই মঙ্গলবার বিকেলে আব্দুল লতিফ সিদ্দিকীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এখন তিনি কেন্দ্রীয় কারাগারে আছেন।
এ সময় কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- মাওলানা ইউনুস আলী, মাওলানা মাহমুদুর রহমান, কারী আতাউল হক, হাফেজ আমজাদ হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, মাওলানা জোবায়ের, মোহাম্মদ মাহমুদুর রশিদ রিপন প্রমুখ।
সমাবেশে শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর জাহাজ কোম্পানি মোড় ও সুপার মার্কেট হয়ে কাচারী বাজারে গিয়ে শেষ হয়।