লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন বার্সেলোনার প্রেসিডেন্ট ইয়োসেপ মারিয়া বার্তোম্যু।
সেভিয়ার সঙ্গে একটি ম্যাচে হ্যাট্রিক করবার পর ২৭ বছর বয়েসী এই আর্জেন্টাইন সর্বমোট ২৫৩টি গোল নিয়ে স্প্যানিশ লা লিগার সর্বকালের সর্বোচ্চ সংখ্যক গোলের মালিক মালিক বনে গেছেন।
শনিবারের ওই ম্যাচে ৫-১ গোলের জয় পায় বার্সেলোনা। ৪ বারের বিশ্বসেরা খেলোয়াড় মেসি এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ৩৬৮টি গোল করেছেন। আর আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ৪৫টি।
বার্তোম্যু বলেন, মেসি আমাদের সঙ্গে আরো বহু বছর ধরে থাকবে। সে যা অর্জন করেছে তাতে আমরা আনন্দিত।
এখানে উল্লেখ করা যেতে পারে, লিওনেল মেসি তার দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে দেয়ার কথা বলেছেন বলে কদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হচ্ছিল।