হারিকেন ইরমার প্রভাব: নার্সিং হোমে আট জনের মৃত্যু

SHARE

ডেস্ক রিপোর্ট:

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইরমার কারণে বিদ্যুৎবিহীন একটি নার্সিং হোমে আট জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় ইরমা আঘাত হানার পর থেকে ওই অঞ্চলে বিদ্যুৎ ছিলনা।

তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয় একজন চিকিৎসক বলেন, বিদ্যুৎ না থাকায় ওই নার্সিং হোমের দ্বিতীয়তলা অতিরিক্ত গরম হয়ে পড়েছিল।

প্রাণহানির ঘটনার পরই নার্সিং হোম থেকে ১১৫ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। হলিউড পুলিশ প্রধান থমাস সানচেজ জানান, নার্সিং হোমটি বন্ধ করে দেয়া হয়েছে এবং প্রাণহানির ঘটনা পুলিশ তদন্ত করছে।

হারিকেন ইরমার কারণে ফ্লোরিডা, জর্জিয়া ও ইলিনয়ের অন্তত ১ কোটি মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন।