ডেস্ক রিপোর্ট:
জাতিসংঘের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কড়া জবাব দিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার জানায়, মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে সমর্থন দেয়ায় পরমানু হামলা করে জাপানকে সাগরে ডুবিয়ে দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উত্তর কোরিয়া বলেছে, মার্কিনিদের ধুলোয় মিশিয়ে দিতে কার্পণ্য করবে না তারা। আন্তর্জাতিক সম্পর্ক এবং অপপ্রচার দেখভাল করা উত্তর কোরিয়ার এশিয়া-প্যাসিফিক কমিটিও বলেছে, এই নিষেধাজ্ঞার জন্য যুক্তরাষ্ট্র ও জাপানকে দাম দিতে হবে।
তাদের মতে, প্রতিবেশী হিসেবে জাপানকে আগেও প্রয়োজন ছিল না, এখনো নেই। সম্প্রতি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করার পর, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আর এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে উত্তর কোরিয়া।