মালয়েশিয়ায় ধর্মীয় স্কুলে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত

SHARE
Malaysian police truck waits outside an Islamic religious school following a fire on the outskirts of Kuala Lumpur Thursday, Sept. 14, 2017. The official said the fire, which killed people, mostly teenagers, started early Thursday at the top floor of the three-story building. (AP Photo/Daniel Chan)

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ধর্মীয় স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে জালান দাতুক কেরামত এলাকায় ওই স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহমান বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক। এই ধরনের স্কুলে সাধারণত পাঁচ থেকে ১৮ বছর বয়সী শিশুরা পড়ালেখা করে।

সেখানে বিশেষ করে কোরআন শিক্ষা দেওয়া হতো। কর্মকর্তারা বলছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক শোক প্রকাশ করেছেন।