ডেস্ক রিপোর্ট:
পাকিস্তানে ক্রিকেট ফেরাতে আরও দল পাঠাতে চায় আইসিসি। বুধবার, পাকিস্তান এবং বিশ্ব একাদশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
এসময় তিনি বলেন, পাকিস্তানে পূর্ণসদস্য দেশগুলোর সফরের ব্যাপারের প্রাধান্য দেয়া হবে। এছাড়াও আগামি তিন বছর শুধু দেশটির নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করবে আইসিসি। রিচার্ডসন আরো বলেন, পাকিস্তানে শুধু বিশ্ব একাদশের ম্যাচ নয় আয়োজন করা হবে পিএসএলের ম্যাচও।
স্বাভাবিক অবস্থায় পাকিস্তানে ক্রিকেট ফেরাতে এটাই উপযুক্ত পদক্ষেপ বলে জানান তিনি। বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ কোনও সমস্যা ছাড়া শেষ হলে আগামী ২৯ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পাকিস্তানে খেলবে শ্রীলঙ্কা। নভেম্বরে সেখানে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।