জাতিসংঘ অধিবেশনে অংশ নিচ্ছেন না সু চি

SHARE

ডেস্ক রিপোর্ট:

রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ আর সমালোচনার মুখে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না মিয়ানমারে নেত্রী অং সান সু চি।

মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়া জানান, দেশের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে সু চি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইউ কিউ জেইয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

তাই এ সময়ে সুচির দেশে থাকা এবং সামগ্রিক বিষয়ে আরও মনোযোগ দেয়া উচিৎ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সু চি’র পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট ভান থিও মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন।

তবে বিশেষজ্ঞদের ধারণা সু চি জাতিসংঘ অধিবেশনে যোগ দিলে চলমান রোহিঙ্গা নিধনের ঘটনায় বিশ্বনেতাদের তোপের মুখে পড়তে পারেন তিনি।