ডেস্ক রিপোর্ট:
রাখাইনে চলমান সংকট নিয়ে আবারো গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউজ। প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান। এতে বলা হয়, মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ, বিচারবহির্ভূত হত্যা, গ্রাম জ্বালিয়ে দেয়া এবং সেনাবাহিনীর সদস্যদের নারী ধর্ষণের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
বিবৃতিতে সামরিক বাহিনীর অভিযানের নামে নির্যাতন-হত্যার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার এই ঘটনায় প্রমাণ হয়, মিয়ানমারের সেনাবাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছে না।
বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর প্রতি সহিংসতা বন্ধ, সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা প্রদান এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানানো হয়েছে। এছাড়া কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকারের সঙ্গে সেনাবাহিনীকে সমন্বয় করে কাজ করা, রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানো এবং গণমাধ্যমকে প্রবেশাধিকার দেয়ার কথাও বলা হয়েছে।
হোয়াইট হাউজের বিবৃতিতে রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।