চিকুনগুনিয়ায় আক্রান্ত জাতীয় ভলিবল দল!

SHARE

নিজস্ব প্রতিবেদক:

স্বাগতিকদের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলতে ২৭ আগস্ট নেপালে যাচ্ছে জাতীয় ভলিবল দল। যদিও ইরানী কোচ, অধিনায়কসহ কয়েকজন খেলোয়াড় চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় চিন্তিত কোচ-কর্মকর্তারা।

একদিন বাদে নেপালের উড়বে; অথচ ভলিবল দল রয়েছে দুগর্তিতে। প্রস্তুতি ভালো হলেও, ইরানী কোচ, অধিনায়ক সাইদ আল জাবিরসহ বেশ কয়েকজন খেলোয়াড় চিকুনগুনিয়ায় আক্রান্ত। ফলে, দল গোছাতে হিমসিম খাচ্ছেন কোচ।

এই পরিস্থিতিতে চিন্তিত টিম ম্যানেজার জহিরুল ইসলাম চৌধুরী। তবে মিরপুর ইনডোরের আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানিকেই দায়ী করছে টিম ম্যানেজমন্ট। কারণ এখানার থৈ থৈ পানিই মশাদের প্রজনন ক্ষেত্র।

অথচ এর কারণ পষ্ট না করে বরং ক্রীড়া পরিষদের প্রকৌশলীর ঘাড়ে দায় চাপিয়েছেন ইনডোর স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা।