বিশ্বসংবাদ ডেস্ক :
জঙ্গিদের মোকাবেলার কথা বলে জম্মু-কাশ্মিরে এবার সামরিক রোবট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সেনাবাহিনীর তরফ থেকে কাশ্মিরের জন্য চাওয়া ৫৪৪টি রোবটের অনুমোদন দেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রস্তাবে বলা হয়েছে, রোবট সেনা জওয়ানদের মতো নিরাপত্তা নজরদারি এবং অভিযানের কাজ করবে।
সশস্ত্র জঙ্গি হামলা, কিংবা পাথর নিক্ষেপে সেনাদের হতাহত হতে হয় বলে পাল্টা ব্যবস্থা হিসেবে রোবটের কথা চিন্তা করা হয়েছে। এই মুর্হর্তে কাশ্মির উপত্যকা থেকে ‘স্বাধীনতাকামীদের’ নির্মূল করতে সেখানে ‘অপারেশন অল আউট’ পরিচালনা করছে ভারতীয় বাহিনী। এবার নতুন করে সামরিক রোবট ব্যবহারের সিদ্ধান্ত জানা গেল।