নিজস্ব প্রতিবেদক :
৭৫ এর ১৪ আগস্ট রাতে যে পথে কামান গিয়েছিল ৩২ নম্বরে সেই পথেই গেল আলোর মিছিল।
শোক দিবসের আগের সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই কর্মসূচি পালন করল আমরা মুক্তিযোদ্ধার সন্তান। যাতে উপস্থিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াসহ সমাজের নানান পেশার মানুষ।
আয়োজকরা জানান, ৭৫ এর ১৪ আগস্ট রাতে ক্যান্টনমেন্ট থেকে এই মানিক মিয়া এভিনিউ দিয়েই বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিল অস্ত্র আর ঘাতকের দল। ৪২ বছর পর একই দিনে সেই অন্ধকারের বিপরীত যাত্রা হিসেবেই এই আলোর মিছিল।