ঐতিহ্য ধরে রেখে আধুনিকায়নের মাধ্যমে সংস্কৃতি প্রসারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের এই তাগিদ দেন।
প্রধানমন্ত্রী নিজস্ব সংস্কৃতিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বাঙালি জাতির একটি ইতিহাস-ঐতিহ্য আছে, সেটি আমাদের ধরে রাখতে হবে এবং সেই সঙ্গে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।
অপসংস্কৃতি যাতে চেপে না বসে সেদিকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, সংস্কৃতি চর্চার ব্যাপারে দেশের মানুষ যাতে আরো সচেতন হয় সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। দেশীয় যেসব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেগুলোকেও আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে।