নিজস্ব প্রতিবেদক:
টানা বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ায় পাহাড় ধসে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মুছা জানান, দুপুরে ঘাগড়ার চম্পাতলী এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে এ ঘটনা ঘটে।
কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে নিলে হালকা যানবাহন চলাচল শুরু হয়। এদিকে, ভারী বর্ষণের কারণে রাঙামাটিতে বড় ধরনের পাহাড় ধসের আতঙ্কে আছে এলাকাবাসী।
তবে বিকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।