নিজস্ব প্রতিবেদক:
দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। তবে এতে বড় কোন দুর্ঘটনা না ঘটলেও আতঙ্ক দেখা দেয় সাধারণ যাত্রীদের মাঝে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে আলাদা দুটি তদন্ত কমিটি।
বিমানবন্দরের এ চিএ স্বাভাবিক দিনের নয়।শুক্রবার দুপুর পৌনে ২টায় বিমানবন্দরের টার্মিনাল ২ এর দ্বিতীয় তলায় একটি বিমানের অফিসে আগুন লাগে। এ খবর শুনে অাতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে।বন্ধ করে দেয়া হয় বিমানবন্দরের সকল কার্যক্রম।
খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট। ১ ঘন্টার চেষ্টায় তারা নিয়ন্ত্রনে আনে এয়ার ইন্ডিয়া অফিসের দুইটি কক্ষে লাগা সেই আগুন। প্রাথমিক ধারনা বলছে বৈদ্যুত্যিক সট সার্কিটই এ আগুনের উৎস। তবে আরো নিশ্চিত হতে গঠন করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি।
আগুনের কারনে বন্ধ করে দেয়া বিমান বন্দরের সকল কার্যক্রম আবার শুরু হয় বিকাল ৪টার দিকে। এই দুই ঘন্টায় তেমন কোন ফ্লাইট না থাকলেও দেখা যায় পরবর্তী ফ্লাইটের যাত্রীদের দীর্ঘ লাইন। তাদের কন্ঠে ছিল যাত্রা বিলম্বের শঙ্কা।
তবে এই দুর্ঘটনা বিমান বন্দরের কোন কার্যক্রমে প্রভাব ফেলবেনা বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।