এটিএন টাইমস ডেস্ক:
গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন স্থানে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যানবাহনগুলো চলছে ধীরগতিতে। চার লেনের উন্নীতকরণের কাজ আর বৃষ্টির পানি জমে থাকার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া, চালকদের ওভারটেকিং প্রবণতায় এই যানজটের সৃষ্টি হয়েছে। কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর বাইপাস এলাকায় এই যানজট ছড়িয়ে পড়েছে।
যানবাহনগুলো থেমে থেমে চলছে। চন্দ্রা থেকে বগুড়া যেতে স্বাভাবিকভাবে যে সময় লাগে এখন যানজটের কারণে দু-তিন গুণ বেশি সময় লাগছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।