১০ হাজার ডাক্তার ও ২০ হাজার নার্স নিয়োগ দিবে সৌদি আরব

SHARE

doctorsসৌদি আরবে বসবাসরত নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে পাবলিক হাসপাতাল ও ক্লিনিকে জরুরীভাবে ১০ হাজার ডাক্তার ও ২০ হাজার নার্স নিয়োগ দিবে দেশটির সরকার। সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে এ ঘোষনা দেয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয় সৌদি সরকারের লক্ষ্য প্রতি ৭ হাজার মানুষের জন্য একটি করে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা। এরই ধারাবাহিকতায় রাজধানী রিয়াদে ৬৮৫টি, পবিত্র মক্কা নগরীতে ৬২০টি এবং অন্যান্য ৪৩টি জেলায় সর্বমোট ২৯৫৮টি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। এতে করে সে দেশে বসবাসরত নাগরিকরা আইসিইউ ও ওষুধসহ ক্রমবর্ধমান সুযোগ সুবিধা পাবে।

এদিকে সৌদি আরবের শুরা কাউন্সিল দুর্বল স্বাস্থ্য পরিসেবার জন্য স্বাস্থ্য বিষয়ক কমিটির সমালোচনা করে বলেন, ভবিষ্যতে স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করে নাগরিকদের সঠিক ও উন্নতমানের সেবা নিশ্চিত করতে হবে।