ধর্ম পালনে বাধা দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

SHARE

ধর্মনিরপেক্ষতার কথা বললেও সরকার ধর্ম প্রতিপালনে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, সারা দেশে ইফতারের মতো ধর্মীয় অনুষ্ঠানেও সরকার বাধা দিচ্ছে। শুধু বাধাই দিচ্ছে না, এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করছে। এ থেকেই এই সরকারের চরিত্র আরও বেশি উন্মোচিত হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, একদিকে সরকার আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না, অন্যদিকে ধর্মীয় অনুষ্ঠানেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলে, অন্যদিকে তারা বিশেষ বিশেষ ধর্ম প্রতিপালনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে।
সরকার যে মাঝে মাঝে ধর্মীয় স্বাধীনতার কথা বলে, ধর্মীয় বিশ্বাসে আঘাত না দেয়ার কথা বলে সেটা শুধুমাত্র প্রতারণা।
দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার দুরাবস্থা তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক  ক্ষেত্রে সামষ্টিক ব্যবস্থাপনা ম্যাক্রো ম্যানেজমেন্ট- সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ব্যাংকিং ব্যবস্থাপনার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এর মধ্যে আবগারি শুল্ক ব্যাংকিং ব্যবস্থাতে মরার ওপর খাড়ার ঘা হয়েছে। প্রস্তাবিত বাজেট জনগণের ওপর চাপিয়ে দিয়েছে সরকার। এতে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
ইফতারে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাশেমীসহ কেন্দ্রীয় নেতা মুফতি আবদুর রব ইউসুফী, মাওলানা জহিরুল হক ভুঁইয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব, শাহীনুল পাশা চৌধুরী, ২০ দলীয় জোটের এনডিপির খোন্দকার গোলাম মোর্তুজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম খান, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের কাজী আবুল বাশার, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী অংশ নেন।