ফুটবলে দুই লাতিন পরাশক্তির মোকাবেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা।
শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি এই হাইভোল্টেজ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার পক্ষে গোল করেন গ্যাব্রিয়েল ম্যার্কাদো।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ৪৪ মিনিটে ওটামেনডিয়ার হেডটিকে কাজে লাগিয়ে গোলটি করেন তিনি।
এই সুপারক্লাসিকো ম্যাচে জয় দিয়েই শুরু হলো আর্জেন্টিনার নতুন কোচ জর্জ সাম্পাওলির অধ্যায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখে দুই দল।
ম্যাচে ২১ মিনিটে একটি চমৎকার সুযোগ পায় ব্রাজিল। কিন্তু এ যাত্রায় রোমেরো ও ওটামেনডির ক্ষিপ্রতায় বিপদমুক্ত হয় আর্জেন্টিনা।
খেলার ৩৫ মিনিটের পর থেকেই স্বরুপে জ্বলে উঠতে থাকে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করতে থাকে মেসিরা।
৩৭ মিনিটে হিগুয়েনের একটি হেড প্রতিহত করেন ব্রাজিল গোলকিপার। ৪২ মিনিটে আরেকটি সুযোগ তৈরি করেন দিবালা। কিন্তু এটিও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। শট নেয়ার আগে সময় পেলেও তা বারের বাইরে দিয়ে চলে যায়।
তবে ৪৪ মিনিটে আর ভুল করেননি মেসির সতীর্থরা। ডি মারিয়ার লং পাস হেড বানিয়ে সোজা মার্কাদোর পায়ে পাঠিয়ে দেন ওটামেনডিয়া। তিনি এবার সুযোগ হাতছাড়া করেননি।
প্রথমার্ধের খেলায় ব্রাজিলের স্পষ্ট আধিপত্য থাকলেও গোল আদায় করে নেয় আর্জেন্টিনা।
৪৭ মিনিটে গোল পোস্ট থেকে মাত্র ৩০ গজ দূরে একটি ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু তা মারিয়াদের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে পারেনি।
ক্রমাগত আক্রমণ করে চাপ বাড়াতে থাকে ব্রাজিল। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত করতে পারেনি কোনো ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
শেষ অবধি ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা।