নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন নেইমার

SHARE

২৪আওয়ার ক্রীড়া ডেস্ক: এবার আর মাঠে নামতে কোন বাধা নেই। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কেটে গেলো নেইমারের। মালাগার কাছে হেরে যাওয়া ম্যাচে লাল কার্ড, রেফারির সঙ্গে বাজে অঙ্গভঙ্গি করার অপরাধে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় ব্রাজিলিয়ান সুপারস্টারকে।  আর এ কারণে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকো ও ওসাসুনার বিপক্ষে খেলতে পারেননি নেইমার। আজ রোববার এস্পানিওলের বিরুদ্ধে কাতালান ডার্বিতে মাঠে নামছেন তিনি।

এ কারণে তাই আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৭-১ গোলের জয় ভুলে সংবাদ সম্মেলনে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এস্পানিওল সব সময়ই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমাদের সমস্ত শক্তি-দুর্বলতা ওরা জানে। ম্যাচটা একেবারেই সহজ হবে না।’

এস্পানিওলের বিপক্ষে ম্যাচটিকে কঠিন চাপেরই মনে করছেন এনরিকে। এ কারণেই তিনি জানিয়ে দিয়েছেন, ‘নেইমারের ক্ষমতা আছে, এ ধরণের চাপগুলো সামলে নেয়ার। সে এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ।’

এনরিকে আরো বলেন, ‘যেকোনো ম্যাচে সবচেয়ে বেশি ফাউল হজম করে নেইমার। তবে এস্পানিওলের বিপক্ষে ডার্বি এমন একটি ম্যাচ, যেখানে সব খেলোয়াড়েরই চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল জানতে হয়।’

এর পর থেকে নেইমার মাথা ঠাণ্ডা রাখবেন বলেও জানান এনরিকে।