২৪আওয়ার ক্রীড়া ডেস্ক: দুবাইয়ে আইসিসির বোর্ড সভা শেষে বৃহস্পতিবার একটি সুখবরের আশ্বাস পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দুই বোর্ডকে টেস্ট মর্যাদা দেয়া হবে বলে জানানো হয়েছে। ২০০০ সালে দশম ও সর্বশেষ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। এরপর আর কোনো দেশকে আইসিসি তাদের পূর্ণ সদস্যপদ দেয়নি। আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট মর্যাদা পেলে দীর্ঘ ১৭ বছর পর কোনো দেশ আইসিসির পূর্ণ সদস্যপদ পাবে। আগামী জুনে আইসিসির পরবর্তী বোর্ড সভায় আফগানিস্তানের সঙ্গে টেস্ট মর্যাদা পেতে পারে আয়ারল্যান্ড। পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্যপদও পেতে যাচ্ছে আইরিশরা।
দুবাইয়ে সর্বশেষ বোর্ড সভায় আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান রস ম্যাককলামকে এমনটি জানায় আইসিসি। এ বিষয়ে আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও ওয়ারেন ডিউট্রুম জানান, ‘২২ জুন আমরা আইসিসির পূর্ণ সদস্যপদ পেতে পারি। আনুষ্ঠানিক ঘোষণার আগে আমরা সবকিছু জানাতে পারছি না। তবে টেস্টখেলুড়ে দলের সংখ্যা ১০ থেকে ১২তে উন্নীত হতে যাচ্ছে। সভায় সিদ্ধান্ত হয়েছে জিম্বাবুয়ে নিয়মিত টেস্টের বাইরে থাকবে। তারা আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে। সে হিসাবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড শিগগিরই টেস্টখেলুড়ে দেশ হতে যাচ্ছে।’