
শনিবার সকাল নয়টায় চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে আটক করা হয়।
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ফ্লাইটটি ওমান থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ওই দুই নারী যাত্রী চট্টগ্রামে বিমানে ওঠেন। তাদের শরীরে বিশেষ কায়দায় ৪০টি স্বর্ণের বার লুকানো ছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন চার কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।