হিলি সংবাদদাতা : হিলি স্থলবন্দরের অদূরে পূর্ব রামচন্দ্রপুর গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চেতনা নাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করা হয়েছে। রোববার জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ধর্ষিতাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ধর্ষক সাব্বির হোসেন সুইটকে আটক করেছে।
জানা গেছে, প্রতিবেশী মোশারফ হোসেনের পুত্র সাব্বির হোসেন সুইট রোববার মেয়েটিকে পার্কে বেড়ানোর নাম করে জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে পানির সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে মেয়েটিকে পান করানো হয়। পরে তাকে উপর্যুপুরি ধর্ষণ করে সাব্বির।
এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে মেয়েটিকে হিলিগামী বাসে তুলে দেয় সে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ মেয়েটিকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।