আত্মসমর্পণ করে জামিন পেলেন সেলিমা রহমান

SHARE

২৪আওয়ার রিপোর্ট  :  রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ২২ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে ১৪টি মামলা ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৯টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সেলিমা রহমান।
শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত ১৪টি মামলায় এবং মহানগর দায়রা জজ আদালত ৮ মামলায় তাকে জামিন দেন।
পল্টন ও মুগদা থানার ৫টি করে মামলা, মতিঝিল ও খিলগাঁও থানার ৪টি করে মামলা, যাত্রাবাড়ী থানার ২টি এবং লালবাগ ও গুলশান থানার একটি করে মামলায় জামিন পান সেলিমা রহমান। তবে বিচারক না থাকায় এক মামলায় তার জামিন আবেদনের শুনানি হয়নি।

উল্লেখ্য, বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে বিভিন্ন সময়ে সেলিমা রহমানের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়।