রাজশাহী সংবাদদাতা : মালদ্বীপ থেকে পড়তে আসা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শিক্ষার্থী ও আন্তর্জাতিক মডেল কন্য রাউধা আতিফের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রক্তিম চৌধুরীর উপস্থিতিতে নগরীর হেতেম খাঁ কবরস্থান থেকে তার লাশ তোলা হয়।
এ ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
লাশ উত্তোলনের সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফি ইকবাল, মামলার তদন্তকারী কর্মকর্তা আসমাউল হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার রাউধার মরদেহ কবর তোলার কথা থাকলেও চিকিৎসকের অভাবে তা হয়নি।
গত মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত-১ এর বিচারক মাহবুবুর রহমান মালদ্বীপের এই মডেল কন্যার মরদেহ পুনঃময়না তদন্তের জন্য কবর থেকে তোলার আদেশ দেন।
আদেশে বলা হয়েছিল, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মরদেহ তুলতে হবে।
গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মালদ্বীপের মেয়ে রাউধা বাংলাদেশে পড়তে এসেছিলেন। তিনি মডেলিং করতেন।