২৪আওয়ার ডেস্ক : সেলফি তোলার জন্য মানুষ এখন মৃত্যুর ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না। ঝুঁকিপূর্ণভাবে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছে বহু সেলফিপ্রেমী। তাদের উদ্দেশ্য একটাই, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ছবি পোস্ট করে কিছু লাইক ও কমেন্ট নেয়া আর বাহ্বা কুড়ানো।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়ে অ্যালি নামের এক ব্রিটিশ যুবক সেলফি তোলার জন্য ২০০ মিটারের বেশি উচু ক্রেনের মাথায় চড়ে বসে। এরপর সেখানে সেলফি তোলে। তার সাথে নিরাপত্তার কোনো সরঞ্জামও ছিল না। কোমরে বাধা ছিল না কোনো রশিও। সে যে ক্রেনের মাথায় উঠেছিল সেটি ৬২ তলা একটি ভবন তৈরীর কাজের জন্য সেখানে রাখা হয়েছিল।
সেলফি তুলতে এভাবে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঝুঁকি নেয়ায় নিচে দাঁড়ানো অনেকে আতঙ্কে চেচামেচি শুরু করে। পরে অ্যালি সাক্ষাতকারে বলে, ক্রেনটি যদি আকাশ সমানও উচু হতো, তবুও সেখানে গিয়ে সেলফি তুলে আসত! কারণ উচুতে উঠতে তার ভয় লাগে না।