যুদ্ধাপরাধী মোসলেম ও হুসাইনের মৃত্যুদণ্ড

SHARE
 ২৪আওয়ার রিপোর্ট  :  একাত্তরের মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জ এলাকায় মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজাকার বাহিনীর সদস্য মোসলেম প্রধান ও সৈয়দ মো. হুসাইনকে মৃত্যুদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করে।
এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ৭ মার্চ ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে। গতকাল মামলাটি রায় ঘোষণার জন্য দিন ধার্য করে দেয়া হয়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য হিসেবে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের ছয় অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। মোসলেম প্রধানকে গ্রেফতার করা হলেও হুসাইন এখনো পলাতক রয়েছেন।

২০১৪ সালের ১৩ নভেম্বর হুসাইনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়। ওই অভিযোগের তদন্তকালে মোসলেম প্রধানের নাম আসে। ২০১৫ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি গ্রাম থেকে মোসলেমকে গ্রেফতার করে পুলিশ।