সুইডেনে পথচারীদের ওপর ট্রাক, নিহত ৩

SHARE

সুইডেনের রাজধানী স্টকহোমে একটি সড়কে পথচারীদের ওপর ট্রাক তুলে দেয়ার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টার দিকে রাজধানীর কেন্দ্রস্থল কুইন স্ট্রিটে এঘটনা ঘটে বলে জানিয়েছে সুইডিশ পুলিশ। খবর বিবিসি’র।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
পুলিশ জানায়, এতে বহু 

মানুষ আহত হয়েছে। প্রাথমিকভাবে তারা এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাক সড়কের পাশের একটি ডিপার্টমেন্ট স্টোরের ভেতরে ঢুকে পড়ে। এরপর সেখানে অনেককে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।
হামলায় ব্যবহৃত ট্রাকটি শুক্রবার সকালে একটি রেস্টুরেন্টের খাবার ডেলিভারি দিতে বের হলে ছিনতাই করা হয় বলে জানিয়েছেন ট্রাকের মালিক।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ ঘটনায় একজনকে আটকের কথা বললেও কারা জড়িত আছে তা জানাতে পারেনি।
এঘটনার সময়ই নগরীর অন্যপাশেও গুলির শব্দ শোনা যায়। তবে দুটি ঘটনা পরস্পর সংযুক্ত কি না তা বলতে পারেনি পুলিশ।
সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফবেন বলেন, ‘পুরো ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট।’