পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

SHARE

পিরোজপুরে শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কে পৃথক সড়ক  দূর্ঘটনায় একজন টমটম চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন।image_97703_0

বুধবার সকালে শহরের কুমারখালী এলাকায় চলিশা থেকে পিরোজপুর শহরের আসার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তার পাশে বৈদ্যুতিক পোস্টের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই টমটম চালক আবুল কালাম মোল্লা নিহত হন। টমটমে থাকা আরো দুই জন যাত্রী আহত হয়।

অপর দিকে একই সড়কের একটু দূরে অটো উল্টে দুই জন শিশুসহ মহিলা আহত হয়েছে। তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।