ইমারত হোসেন ইমু-
আগামী ৮ জুলাই এটিএন ইভেন্টস এর ব্যানারে বিশ্বের সবচেয়ে বড় সী-বীচ কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ বীচ ফেস্টিভাল। ভ্রমণ পিপাসুদের খুবই প্রিয় জায়গা কক্সবাজার, যেখানে ঈদের সময় প্রতি বছর প্রায় দেশি-বিদেশী লাখ পর্যটকের আগমন ঘটে কক্সবাজারে। এটিএন ইভেন্টস উপস্থিত দর্শকদের জন্য উপহার দিতে যাচ্ছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা দিন ব্যাপী অনুষ্ঠান মালার শুরুতেই রয়েছে বীচ ক্লিনিং, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারমান ডঃ মাহফুজুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্যগণ, এটিএন বাংলা চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোঃ মোতাহার হাসান, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী, এটিএন ইভেন্টসের পরিচালক ক্যাপ্টেন (অবঃ) মাসুদুর রহমান ও হেড অফ অপারেশন ইকতারুল ইসলাম অনিসহ সেলিব্রেটিরা অংশ নিবে এই বীচ ক্লিনিংয়ে। প্রথম বারের মতো জলনৃত্য হবে- যেই নৃত্যে পেশাদার নৃত্য শিল্পী ছাড়াও অংশ নিবে লাখো পর্যটক। মিউজিক ও সমুদ্রের ঢেউয়ের তালে তালে এই নৃত্য অনুষ্ঠিত হবে। মেগা কনসার্ট, ধামাকা ডান্স এবং চোখ ধাঁধানো ফ্যাশন-শো থাকবে এই ইভেন্টসে এমনটি জানালেন ইভেন্ট কর্তৃপক্ষ। পুরো অনুষ্ঠানটি উন্নত প্রযুক্তিতে ধারণ করে ১৬ জুলাই এটিএন বাংলায় প্রচার করা হবে এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা ও এটিএন নিউজ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী এফ এ সুমন, পাওয়ার ভয়েজের সজল, বেলী, বাংলাদেশী আইডল বৃষ্টি, আনিশা , জয়, আকর্ষণীয় ব্যান্ড গ্রুপ এবং অভিনেত্রী মিমো, ইউছুফ, গৌতম সাহা, ইভাসহ পেশাদার নৃত্য গোষ্ঠী নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানকে অলংকৃত করতে উপস্থাপনা করবে অভিনেত্রী শান্তা ও মারিয়া। ভিন্ন আয়োজনে থাকছে ক্রেস্ট প্রদান, যারা কক্সবাজারকে নিরাপদ রাখতে বিশেষ অবদান রেখেছেন। প্রোগামকে সার্থক করতে এটিএন ইভেন্টসের পাশাপাশি কাজ করছে- দৈনিক ভোরের কাগজ, এটিএন বাংলা, রেডিও স্বাধীন, টুয়েন্টি ফোর আয়ার বিডি ডট কম, দৈনিক আজকের কক্সবাজার। পর্যটকদের একটু খানি আনন্দ দেওয়ার জন্য এটিএন ইভেন্টসের পুরো পরিবার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।