যুক্তরাষ্ট্রের মুখে মানবতার সুর মানায় না

SHARE

মানবাধিকারের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল গাজায় হামলা করছে। মানব হত্যায় যারা উল্লাস প্রকাশ করে তাদের পক্ষে মানবতার সুর তোলা মানায় না। তারা মানব নয় দানবেরই উত্তরসূরি।unnamed18

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এ কথা বলেন।

বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘বিশ্ব মুসলিম প্রথম ক্বাবা বায়তুল মোকাদ্দাসের স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর পৈশাচিক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। যা মানব ইতিহাসে ধিক্কারজনক। এ জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনি মা ও শিশুদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে তা কখনো মেনে নেয়া যায় না। তাই সকল মুসলমানকে ঈমানী বলে বলীয়ান হয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে ধিক্কার জানানো উচিৎ।’

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি খাজা আরিফুর রহমান তাহেরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, আল্লামা মোর্শারফ হোসাইন হেলালী, আল্লামা ওয়াহিদ উদ্দীন মোহাম্মদ ইছাম প্রমুখ।